শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বাংলা মায়ের ভাষা


বঙ্গ আমার জন্মভূমি
বাংলা মায়ের ভাষা,
বঙ্গ দিয়ে অঙ্গ গড়া
আমরা গড়ি আশা।
মায়ের দেওয়া সেই ভাষাকে
করব বিশ্বসেরা,
জাত বিভেদে মারব কুঠার
ভাঙব মাঝের বেড়া ।
বাংলা ভাষার একুশে লড়াই,
অমর শহীদ বীর,
তোমাদের রক্তে ধরনীর বুকে
বাংলা উচ্চশির।
নানান ভাষা নানান মত
পড়শি থাকুক সবে,
বাংলা মায়ের সন্তানের'ই
বাংলা ভাষা রবে।
জন্ম হতেই মায়ের ভাষা
হৃদয় মাঝে গাঁথা,

- শ্যামল মণ্ডল
Previous
Next Post »