শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শ্যামল মণ্ডল : ভোটেই জবাব

ভোটেই জবাব
**********
শ্যামল মণ্ডল
*********
আসছে যে ভোট সামনে
ভৌট দিতে কেউ ছাড়বে না ,
আমজনতা বাছবে নেতা
কিনতে তো কেউ পারবে না।
জাত বিজাতে দাঙ্গা লড়াই
আমজনতাও মানবে না,
ঘুমিয়ে তো নেই আমজনতা
ভোট দিতে কেউ ছাড়বে না।
দাঙ্গাবাজী খুনখারাবি
কোনো দলে তো চায় না,
দাঙ্গাকারী দাঙ্গা করে
দলে সে খোঁজ পায় না।
খোঁজ পেলেও ঘুঘুর বাসা
ভাঙতে সাহস হয় না,
এরাই দেখি তাঁদের কাছে
ঘরের পোষা ময়না ।
ময়না রূপী শয়তানীটা
হয় তো ধরা পড়বে না,
আমজনতার নজর আছে
ভোটে কসুর করবে না।