শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শ্যামল মণ্ডল : সবে সুখী রেখো


সবে সুখী রেখো
***********
শ্যামল মণ্ডল
**********
আগুনের ফাগুনে লেলিহান শিখা দগদগে ঘা,
বসন্তের মাটি খুনে হল লাল কেঁদে ওঠে মা।
লুঠেরার দলে করে গেল লুঠ নিয়ে গেছে প্রাণ,
ঘরদোর জ্বেলে রেখে দিলে শুধু কান্নার গান।
লাঠি তরোয়াল বন্দুক হাতে এসেছিল কারা?
খুনোখুনি করে জিতে গেল যারা ভালো আছে তাঁরা!
একদিন ঠিক যেতে হবে তবু এত ঘোর লালসা!
কতদিন রবে এই মহাভবে করে কার ভরসা?
জাতি ভেদাভেদ করো তাতে ছেদ মিলেমিশে রবে,
শুধু মনে রেখো সবে সুখী রেখো নিজে সুখী হবে ।

-শ্যামল মণ্ডল
Previous
Next Post »