শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : কাব্যপটের দাবী


কাব্যপটের দাবি 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 শ্যামল মণ্ডল 🌱🌱🌱🌱🌱🌱 পাঠক মশাই চুপটি করে সবার লেখা যাবেন পড়ে, উক্তি দেবেন না, অনলাইন ঐ কাব্যপটে আসতে কী আর কাব্য চটে! একটু বলুন তা । সময় করেই পড়তে হবে তবেই বাংলা কাব্য রবে, নয় তো হবে খালি, আমরা সবাই! লিখছি তো তাই, সময় করে ঠিক আসা চাই পড়তে ভাষার ডালি। মায়ের ভাষা রাখবো ধরে ছড়িয়ে দেবো দেশান্তরে শ্বেত বলাকার বেশে, ছাড়ব না কেউ কলম খাতা লিখেই যাব বাংলা পাতা পড়বে তো ঠিক এসে! পাঠক যদি জেগেই ঘুমান কলম সেনার থাকে কী মান কাদের ভরসায় লেখা! লেখক পাঠক মননের যোগ, পূজারী লেখক পাঠকের ভোগ ভাঙুক সীমারেখা
Previous
Next Post »