শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শ্যামল মণ্ডল : আল্টিমেটাম


লেখাটি কবিতা না হলেও ক্ষতি নেই 😜😜 *********** শ্যামল মণ্ডল ************ দিনটা গেল রাতটা এলো লম্বা সে এক লাইনে, ঠাঁয় দাঁড়িয়ে খেই হারিয়ে বসতে সময় পাইনে। কাজটা কেমন! বলব এখন শুনতে কে আর চাইবে! আল্টিমেটাম দিনটা পেলাম বলার কিছুই নাই যে। একটা বেজে দশ মিনিটে কাটলো বাঁধা যত, সইসাবুদ যা সব হোল তা নিজের মনের মত। তিনটে আঠাশ রাতের আকাশ চলছি ঘরের দিকে, একটু পরে আঁধার সরে রাতটা হবে ফিকে। শেষের দুদিন কাটলো কুদিন ভাবনা দুরু দুরু, মাঝ রাতেই আজ হোল গেট পাশ সুখের হল শুরু। -শ্যামল মণ্ডল
Previous
Next Post »