শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

গদ্য কবিতা (অসমাপ্ত)


সেই ছেলেটি খেলতো ভালো পড়াশুনাতেও ভালোই ছিল, আরো ছিল! ভীষণ গরিব । যায়গা জমি কম ছিল না, ছিল! বিঘে বারো। বেশি না, মাত্র ছিল কজন মনিব । তার বাবা তো খাটতো খুবই কাজ পেলে তো করতেন সবই তাতে কী আর পোষ্য বাঁচে! ধারদেনাতে ডুবতে থাকে তেল ছাড়া সেই প্রদীপটাতে সলতেতে কী আলো জ্বলে! -শ্যামল মণ্ডল
Previous
Next Post »