বেলা
********
শ্যামল মন্ডল
************
০৩/০৯/২০১৮
**************
আজ কেন যে মনে হয়
ছোট্ট ভালো ছিলাম ,
সারা জীবন টাকার পিছে
ছুটে বেড়ালাম ।
শেষ বয়সের সীমায় এসে
ভাবনা এল মনে ,
এর চেয়ে তো ভালো ছিলো
জংলী হওয়া বনে ।
ছোট্ট বেলায় মায়ের বুকে
হাত পা ছুড়ে খেলা ,
বড় হয়ে কাজের মাঝে
কাটছে সারা বেলা ।
আমার বাবা করতো লড়াই
করতে আমায় বড় ,
দিনের শেষে বায়না গুলো
করতো এনে জড়ো।
আজকে আমি বাবা হয়ে
জাগলো মনের ভেলা ,
ছোট্ট বেলাই ভালো ছিল
চলতো খুশির খেলা ।
লেখাপড়ায় সবার মনে
দিতাম সুখের আশা ,
বড় হয়ে হাড় পাঁজরে
বাঁধলো ব্যাথার বাসা ।
ছোট্ট বেলার দুষ্টু শিশুর
মিষ্টি কথার বোল ,
বড় হয়ে মিথ্যা ভারে
খাচ্ছি দুধের ঘোল ।
হারিয়ে যাওয়া সেই শিশুটি
কালের গর্ভে লীন ,
বয়স বেড়ে বৃদ্ধাবাসে
কাটাই শেষের দিন।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)