শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : মানব দৈত‍্য

মানব দৈত‍্য
***********
শ‍্যামল মন্ডল
*************
২৫/০৯/২০১৮
*************
দস‍্যু দানব ফিরে এলো
                     মানব জাতির রূপে ,
মানব জাতি যাচ্ছে ডুবে
                        অন্ধ বধির কূপে ।
মরছে কারা মারছে কে ?
                        দস‍্যু নাকি দানব  ?
মনের মাঝে দানব পোষে
                          সর্বসেরা মানব

দুইয়ের লড়াই মরণপণ
                       এক নীরবে মরে !
বাঁচতে শেখো নিজের কর্মে
                       লড়াই বন্ধ ক‍রে ।
বাদ প্রতিবাদ পশুও করে
                   খুন করে কি তারা ?
ঝগড়া ঝাটি যতই চলুক
                     হয় না বাঁধন হারা ।

রাজনীতির অঙ্গ যদি
                            মানুষই খুন হয় ,
তবে এমন নীতি বন্ধ করা কি 
                        সবার উচিৎ নয় ?
সদ‍্য দু মায়ের দুইখানি কোল
                   করলো খালি কারা ?
কিসের লোভে মনের মাঝে
                       দস‍্যু জাগায় তারা ?

করছে খালি মায়ের কোল
                        কোন পাষাণে সয় ,
মরবে সবাই সময় হলে
                      তার আগে তো নয় !
দৈত‍্যটাকে বিনাশ করো
                             শান্ত করো মন ,
জগৎমাঝে জাগাও সবে
                         শান্তি সুখের ধন ।

Previous
Next Post »