ব্যর্থ কবি
********
শ্যামল মন্ডল
************
১০/০৯/২০১৮
**************
লেখাজোখা আসছে না আর
লেখা যে তাই হচ্ছে না ,
লেখার মাঝে থাকতে চেয়েও
ছন্দে মগজ চলছে না ।
সারাদিনের কাজের শেষে
ঘুম কাতুরে কবি ।
ঘুমের নেশায় জড়িয়ে আসে
কাব্য লেখার ছবি ,
ব্যর্থ প্রেমিক যেমন করে
ব্যর্থ হয়ে কাঁদে ,
কলমখানি লিখতে চেয়েও
পরছে তেমন ফাঁদে ।
তাই তো ক'দিন ছুটি চাই
করতে ধোলাই মগজ ,
রাখতে হবে মুঠোফোন
সঙ্গে মনের কাগজ ।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)