শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ১লা আশ্বিন

১লা আশ্বিন
***********
শ‍্যামল মন্ডল
*************
২০/০৯/২০১৮
***************
আশ্বিনের আজ প্রথম দিন
            নাচছে যে মন তা ধিন ধিন ,
পুজোর হাওয়া লাগলো গায়ে    
                    আসছে পুজোর দিন
নাই বা হোল নতুন জামা
                     তাতে কি যায় আসে ,
এবার পুজা দেখবো আমি
                   থাকবো মায়ের পাশে।
পাড়ায় পাড়ায় ঘুরবো সেজে
                    বাঁধবো খোঁপায় ফুল ,
মিষ্টি খুকু বলবে সবাই
                    করবে না কেউ ভুল
হাসি খুশি থাকবো আমি
                 আজকে কথা দিলাম ,
সবার মুখে হাসি ফোটাবো
              আজকে শপথ নিলাম

Previous
Next Post »