জাগরণ
******
শ্যামল মন্ডল
************
০৬/০৯/২০১৮
**************
একটি রাতঘুম এসে একটি দিনকে শেষ করে দিয়ে যায় ,
যতক্ষণ জেগে থাকা সেদিনটা ততক্ষণই স্থায়ীত্ব পায় ,
একটি করে দিন যেতে যেতে বলে যায় ,
জীবন থেকে একটি দিন ছিনিয়ে নিলাম ।
কানে কানে রাত বলে চুপিসাড়ে ,
এবার একটু ঘুমিয়ে নাও একটু শান্তি নাও ।
আগামীকালের ফিসফিসানি রাতের স্বপ্নের ঘরে বার বার ধাক্কা মেরে বলে ,
ঘুমোতে হবে না ,
ভাবো আমাকে নিয়ে ,
আমি তো তোমার অপেক্ষায় ,
সুর্যোদয় হোক বা না হোক দুমুঠো খাদ্যের জন্য আজন্ম যে লড়াই সে লড়াইয়ে তো সামিল হতেই হবে ।
অন্ধকার ঝড় জল যে কোন বাঁধাকে পেছনে ফেলে এগিয়ে যেতেই হবে ,
তাই শয়নে স্বপনে জাগরনে নিরন্তর ভাবনায় বেঁধে রাখে আজ ও আগামীকাল ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)