শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : টুকটুকে মিষ্টি

টুকটুকে মিষ্টি
************
শ‍্যামল মন্ডল
*************
২৬/০৯/২০১৮
*************
টুকটুকে মিষ্টি , মিটিমিটি দৃষ্টি
                               যায় মন ভরে ,
ফুটফুটে জ‍্যোৎস্নায় চাঁদ মুখ
               হাসে গায় গুনগুন স্বরে ।
চুপ চাপ চুপিসাড়ে
                    থাকে পড়ে বিছানায় ,
মিঠে হাসি লেগে ঠোঁটে
                     নেই কোন বাহানায় ।
খিদে পেলে খেলা ভুলে
                          জুড়ে দেয় কান্না ,
মিঠিমিঠি বোল তার
                         ঝরে হীরে পান্না ।
মাসি পিসি কোলে নিয়ে
                         ঘোরে সারাক্ষণ ,
হাসিখুশি থাকে তাই
                            সুখে ভরা মন ।
ঠাম্মা দিদা সব ফেলে
                     ফিরে ফিরে আসে ,
তাই দেখে ছোট্ট কুঁড়ি
                         মিটিমিটি হাসে ।

Previous
Next Post »