শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

অনুগল্প : হঠাৎমামা

অনুগল্প
********
হঠাৎমামা
**********
শ‍্যামল মন্ডল
*************
সুমন বেড়াতে গিয়েছিল মামা বাড়ি , তা যা হয় যাকেই দেখে মামা বলেই ডাকে , একদিন বৃষ্টি জল কাদায় চলতে চলতে চায়ের দোকানে হাজির , বেঞ্চে বসে চা খেতে খেতে এর ওর সাথে গল্প , কখনো নিজের গ্রামের আবার কখনো শহুরে মামা বাড়ির । এর মধ‍্যে এক হঠাৎমামা কোত্থেকে এসে উদয় হয়ে সুমনের হাতে একটা ব‍্যাগ দিল তা হাতে নিয়ে সুমনের কেমন খটকা লাগলো , ভালো করে দেখে নিয়ে বুঝলো ওতে বড় রাইফেল লুকনো আছে , ঘাড় উচু করে সেই হঠাৎমামাকে খুঁজতে গিয়ে দেখছে পুলিশে ছয়লাপ , (০৯/০৯/২০১৮ দুপুরের ভাতঘুমে স্বপ্নে দেখা )

Previous
Next Post »