শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : উচ্চ নিচ

উচ্চ-নিচ
********
শ‍্যামল মন্ডল
************
১৮/০৯/২০১৮
**************
বলছি আমার মনের কথা
                     হয়তো শোনা পাপ ,
ধর্ম নিয়ে চলছে খেলা
                        ধর্ম বাড়ায় তাপ
জন্ম দিলেন পিতা মাতা
                       কর্ম নিলেম বেছে ,
কর্ম বিনা পেট চলেনা
                       কর্মে আছি বেঁচে ।
ধর্ম করে জাতের বিচার
                            উচ্চ নিচ ভেদ ,
সুযোগ পাওয়া বুদ্ধিমানে
                   জমায় পেটের মেদ
জন্ম নিলে মরতে হবে
                  জায়গা তিনেক হাত ,
তবুও দেখি মানব সবে
             খুঁজছে কে কোন জাত
একটি বেলা ভুগে দেখ
                 ক্ষুধা কেমন জ্বালায় ,
জাতের বিচার দেখবে তখন
                 মুখ লুকিয়ে পালায়
রাগের বশে বলছি কথা
                  উচিৎ নয় তা শোনা ,
মানব ধর্মে অধিক পূণ‍্য
                যায় না হাতে গোনা ।
ঈশ্বরের দান আমরা সবাই
                        মঞ্চ তারই গড়া ,
জন্ম নেওয়া মাতা পিতায়
                        জন্ম দিয়ে মরা ।।

Previous
Next Post »