শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা:- ঘরজামাই

ঘরজামাই
**********
শ‍্যামল মন্ডল
************
১৭/০৯/২০১৮
***************
পরের চাকরি করবো না আর        
                থাকবো  শ্বশুরবাড়িতে ,
ঘর জামাইয়ের মজা নেব
              মাখবো আতর দাড়িতে ।

পয়সাওলা শ্বশুরবাড়ি
                         চিন্তা কোন নাই  ,
শাশুড়িমার রান্না খাব
                            যখনি যা চাই

মালিক হবো জাহাজ বাড়ির
                   বৌ হবে তার নাবিক ,
ঠ‍্যাংয়ের উপর ঠ‍্যাং তুলে
                   দেখবো ধারাবাহিক

নিজের বাবা কথায় কথায়
                    করতে বলেন কাজ ,
কেমনে বোঝাই কাজ করতে
                  লাগে ভীষন লাজ

তাই তো আমি বাড়ি ছেড়ে   
                    শ্বশুরবাড়ি এলাম ,
ঘরজামাইয়ের সুখের চাকরি
            অনেক খুঁজে পেলাম ।।

Previous
Next Post »