শারদীয়া
********
শ্যামল মন্ডল
************
২৮/০৮/২০১৮
**************
আসছে আবার দুর্গা পূজো
কাশের দোলা দিয়ে ,
শুভ্র মনে দুলবে সবাই
খুশির হাওয়া নিয়ে ।
সারা বছর জন্ম নেওয়া
মনের অসুর যত ,
দূর্গা মায়ের বরাভয়ে
করবে মাথা নত ।
নতুন জামা পরবে তারাই
পয়সা যাদের আছে ,
ময়লা ছেড়া পোষাক যাবে
দীন দুখিদের কাছে ।
হালকা শিতল শরৎ বায়ু
ভাসিয়ে তুলোর ভেলা ,
দিনের আকাশ রোদ ঝলমল
রাতে তারার মেলা।
শিউলি শালুক পদ্ম কাশে
সাজবে পূজোর ডালা ,
শারদীয়ায় সাঙ্গ হবে
অসুর বধের পালা ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)