শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : প্লাবণ

প্লাবন
*****
শ‍্যামল মন্ডল
*************
১৮/০৮/২০১৮
*************
বর্ষা আসিয়া উষর প্রান্তরে সবুজ
বাহারে আনিল প্রেমের বন‍্যা ,
সাজিল আকাশ নানান বর্ণে নিবিড়
আবেশে শ্রাবণ যুবতী কন‍্যা ।

গোধূলি ঢাকিয়া আধারে পশিল
বিপদ গণিল গ্রামিক চাষির দল ,
সাগর উজানে ধাবিত হইল বাহন
তটিনী কাটিল জাতির বল ।

শারিকা বায়সী ছাড়িল আপন
কুলায় বিটপ ঝুকিল প্লাবন ধারে ,
লিলায়িত আয়াসে হাঁসের চারণা
কুটীর হরণে লোলুপ চাহনী দ্বারে ।

ধান‍্য সমাহার করিয়া বিহার সমুখে
গ্রামজ সম্পদ আঁচিতে ধায় ,
লক্ষ জীবের আকুতি রোদনে ঈশ্বর
নিরবে ভেটের নজরে চায় ।

Previous
Next Post »