কন্যাশ্রী
*******
শ্যামল মন্ডল
************
০৪/০৮/২০১৮
*************
মাগো তোমায় বলছি শোন
বিয়ে এখন করবো না ,
লেখপড়া স্বপ্ন আমার
ভঙ্গ করে দিও না ।
বিদ্যালয়ে মাষ্টার মশাই
বললে সেদিন আমায় ,
পড়ার খরচ যতই লাগুক
কন্যাশ্রী'র দায় ।
ভাবছো কেন তুমি মাগো
কন্যারত্ন আমি ,
সুযোগ পেলে বুঝিয়ে দেব
কন্যা কত দামি ।
কন্যাশ্রী বাড়ছে এখন
সবার ঘরে ঘরে ,
আমিও হবো কন্যাশ্রী
লেখাপড়া করে ।
বিয়ের কথা বোলো না মা
আমার কথা মানো ,
লেখাপড়ায় খারাপ তো নই
তুমিও তা জানো ।
তবু কেন ধ্বংস করবে
আমার লেখাপড়া ,
সবুজ বাগান জ্বালিয়ে দিয়ে
ডাকবে কেন খরা ?
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)