তুলো চাষি
**********
শ্যামল মন্ডল
************
১২/০৮/২০১৮(দ্বারকা)
*******************
তুলো ক্ষেতের পাশে
দন্ড দুয়েক বসে ,
বাড়িয়ে দিয়ে হাত
আলাপ জমাই রসে ।
বাদলা মেঘের আনাগোনায়
দয়া হয় যদি ,
দুএক পশলা বৃষ্টি এসে
ভরায় পুকুর নদী ।
শ'একরের জমির মালিক
পাথর ভেঙে চাষ ,
বৃষ্টি পেয়ে হরিৎ বরণ
খরায় সর্বনাশ ।
একটি ফসল সারা বছর
স্বপ্নবোনা জাল ,
থাকলে বড়াত বৃষ্টি হবে
ফিরবে চাষির হাল ।
লক্ষ টাকা কর্জ নিয়ে
করছে তুলো চাষ ,
ভাগ্য তাদের সদয় হলে
কাটবে ঋণের ফাঁস ।
তুলো চাষির ক্ষেতের ফসল
ফলুক ধারে ভারে ,
সুতির কাপড় ফিরে আসুক
সবার ঘরে ঘরে ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)