শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : রাখীর শপথ

রাখীর শপথ
***********
শ‍্যামল মন্ডল
************
২৬/০৮/২০১৮
*************
আজ রাখীতে শপথ নাও
                        রাখবে বোনের মান ,
বোনেরা সব বোনের মতো
                              মিষ্টিমুখর প্রাণ
প্রাণের ছোঁয়া লাগবে তোমার   
                     রাখলে বোনের মতো ,
নিজের না থাক কি আসে যায়
                          করলে হৃদয় নত
দেখবে তোমার পাশেই আছে
                        বেড়েই যাবে লিষ্টি ,
পাশের বাড়ির পাশের পাড়ার 
                            নানান দুষ্টু মিষ্টি ।
দাদা ডাকে মন জুড়াবে
                    হাসবে তোমার বোন ,
পাঠশালাতে বন্ধু হলেও
                    খুঁজবে বোনের মন
পাশের বাড়ির মেয়ে হলেও
                      সেও মায়ের জাত ,
মায়ের পেটে জন্ম নেওয়া
                    মায়ের স্নেহের হাত
নিজের বোন যেমন প্রিয়
                    পরের বোনতাই ,
শপথ করি এসো সবাই
               বোনের গুণ গাই ........

Previous
Next Post »