বর্ষামুখর
********
শ্যামল মন্ডল
************
০১/০৮/২০১৮
*************
ভাবনা গুলো জমিয়ে রাখা
স্বপ্ন বোনা রাতে ,
সকাল থেকে উদাস বায়ু
বৃষ্টি নেশায় মাতে ।
টাপুর টুপুর বৃষ্টি পরে
জলে টোপর ভাসে ,
পিঁপড়ে গুলো সাতার কাটে
খাচ্ছে কেঁচো হাঁসে ।
লাফিয়ে লাফিয়ে ঘরের কোনে
ঢুকছে কুনো ব্যাঙ ,
উঠোন ভরে এদিক ওদিক
খেলছে সোনা ব্যাঙ ।
গোয়াল ঘরে গরু ছাগল
করছে হুটোপুটি ,
সাত সকালে ডাকছে মোরগ
উচিয়ে রঙিন ঝুটি ।
মাঠে মাঠে ডাকছে ব্যাঙ
সানাই বাঁশির সুরে ,
গাছের তলায় ভিজতে থাকে
পথের ভবঘুরে ।
রান্না ঘরে উঠছে ধোঁয়া
ভিজে কাঠের জন্য ,
মায়ের কষ্ট কেমন করে
রাঁধবে সবার অন্ন ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)