শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

পরম শান্তি

পরম শান্তি
***********
শ‍্যামল মন্ডল
************
০১/০৮/২০১৮
*************
পথের ধারে শুয়ে শিশু
                     ঠেলছি তবু উঠছে না ,
রোদের তাপে পুড়ছে তবু
               কপাল ঘামে ভিজছে না ।
কত আর হবে বয়সটা তার !
                      বছর দুয়েক হবে !
পাশ কাটিয়ে চলে গেলে
                    এমনি পড়েই রবে ।
সন্দেহ যা করে ছিলাম
                             সত‍্যি হোল তা ,
কপালে হাত দিতেই দেখি
                          পুড়ছে জ্বরে গা ।
ধুলায় মাখা শরীর খানা
                    হাত বাড়িয়ে দিলাম ,
হাসপাতালের গাড়ি ডেকে
                   তাতেই তুলে নিলাম ।
ফুটফুটে ঐ শিশুর দশা
                         এমন হোল কেন !
এই বিপদে শিশুর  মা যে
                   হায়রে কোথায় গেল !
অসুধ খেয়ে সুস্হ হলে
                        এদিক ওদিক চায় ,
মা মা করে কাঁদছে শুধু
                          থামানো না যায় ।
কোন ঠিকানায় বাড়ি যে তার
                     বলতে সে না পারে ।
মায়ের স্নেহ ব্রাত‍্য হয়ে কি
                   থাকতো পথের ধারে !
ঘরের কোনে অন‍্য খাঁটে
                          কাঁদছে কোনো মা ,
নয়ন জলে ভাসছে দু গাল
                             পলক পড়েনা ।
চার নয়নে মিলন হোল
                       মায়ের আঁচল পেল,
পরম শান্তি মা ছেলেতে
                           খুশি ফিরে এল ।।

Previous
Next Post »