শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বাদলা দাদু

বাদলা দাদু
**********
শ‍্যামল মন্ডল
************
০৪/০৭/২০১৮
**************
মেঘ জমেছে আকাশ জুড়ে
           সুয‍্যি মামা কই ,
বাদলা দাদু রাগ করেছে
        ফুটছে মুখে খই ।
গুরুম গুরুম গরম দেখে
       ভয় পেয়েছে মামা ,
বাদলা দাদুর গরম মাথা
    পারলে তোরা থামা ।
ডাকনা তারে আদর করে
       আসুক মামা ঘরে ,
দিনের আলো দিদা বসে
     মুখটা কালো করে ।
হালকা বাতাস মিষ্টি মাসি
      কেমন যেন হাসে ,
দুষ্ট দানব ঝড়ের আভাস
      মাসীর মনে ভাসে ।
শ‍্যামলা অরুন তরুন বরুণ
        বন্ধুরা সব যথা ,
চলনা সবাই দাদুর কাছে
     বলবো মায়ের কথা ।
একটু নাহয় তেজ দিয়েছে     
       সুয‍্যি মামা হয়ে ,
মায়ের তাতে সহ‍্য ছিল
   কাটতো না দিন ভয়ে ।
মা আমাদের আগলে রাখেন
       আঁচল ছায়াতলে  ,
খুশির আলোয় ভরিয়ে রাখেন
       নানান ফুলে ফলে ।।

Previous
Next Post »