শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : রথের মেলা

রথের মেলা
***********
শ‍্যামল মন্ডল
************
১৫/০৭/২০১৮
**************
চলরে সবাই চল
দেখবো রথের মেলা ,
কালকে মোরা ফের
করব এসে খেলা ।
আজ যেখানে শেষ
দাগ টেনে দে চল ,
রথের দড়ি মোরা
টানবো দিয়ে বল ,
আষাঢ়ে ঐ বাদলা
কেমন বর্ষা দিল  ,
বড়রা সব মিলে
সঙ্গে ছাতা নিল
আমরা ছোট যারা
ভিজবো সারা পথ ,
জল কাঁদা ঐ পথে
বৃষ্টি ভেজা রথ ,
টানবে হাজার লোকে
চলবে হেলে দুলে ,
দেব জগন্নাথ শেষে
যাবেন মাসির কুলে ,
বন্ধুরা সব মোরা
মিলবো মেলা শেষে ।
বড়রা সব যারা
থাকবে কাছে ঘেষে ।
জিলিপি নাড়ু মোয়া
সঙ্গে পাঁপড় ভাজা ,
খুঁজলে মেলার মাঝে
মিলবে তিলের খাজা ।
সবাই মিলে খেয়ে
ফিরবো নিজের বাড়ি ,
মনের খুশি নিয়ে
ভাঙবো মনের আড়ি  ।।

Previous
Next Post »