শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা :- আসুক বর্ষা

আসুক বর্ষা
**********
শ‍্যামল মন্ডল
*************
২২/০৭/২০১৮
*************
এলো এবার বর্ষা বুঝি
                       মৌসম বায়ুর সঙ্গে ,
আকাশে ঐ মেঘ জমেছে
                        থামবে এসে বঙ্গে ।
নামবে এবার অঝোর ধারায়
                     ঝড়না বয়ে আনবে ,
হয়তো বাদল বাজিয়ে মাদল
                 বাজের গোলা হানবে ।
ফিরবে মাঠে চাষির দলে
                মজবে ক্ষেতের কাজে ,
শস‍্য শ‍্যামল রুপের বরণ
                  সাজবে রঙিন সাজে ।
পাতায় পাতায় ফিসফিসিয়ে
                       গাইবে খুশির গান ,
মন মাতানো পাখির কূজন
                        বাঁধবে ঐকতান ।
সুরের দোলায় চাষির গোলায়
                          ভরবে শস‍্যদানা ,
তাদের ঘরে পাওনাদারের
                   মিটবে এবার হানা ।
এবার পূজায় কাপড় জামায়    
                     সাজবে চাষির ঘর ,
স্বজন ফিরে আসবে ঘরে
                       কেউ রবে না পর ।
ভাঙা ঘরে থাকবে না আর
                   আসবে ইটের গাড়ি ,
অনেক দিনের স্বপ্ন তাদের
                   গড়বে দালান বাড়ি ।
আসুক এবার বর্ষারানী
                        শাওনধারা নিয়ে ,
চাষির স্বপ্ন সফল হোক
                 সোনার ফসল দিয়ে ।।

Previous
Next Post »