ঝিরি ঝিরি বর্ষা
**************
শ্যামল মন্ডল
************
১৭/৭/২০১৮
(বৃষ্টি মূখর দিন, দ্বারকা)
*********************
ঝিরিঝিরি বর্ষায় আমার
মন হারিয়ে যায় ,
তেপান্তরের মাঠ পেরিয়ে
বন্য পথে ধায় ।
বনের মাঝে শিং দুলিয়ে
চলছে বুনো হরিণ ,
কোলা ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর
বাজছে যেন বিন ।
ময়ূর পেখম তুলছে সেথা
নাচছে রঙীন সেজে ,
ডাকছে পাখি কিচির মিচির
বাচ্চা জলে ভেজে ।
পাখনা ছাড়া বাচ্চা পাখি
বাসা ভেঙে মরে ,
সাপে নেউলে লড়াই ছেড়ে
ফিরছে নিজের ঘরে ।
ভালুক মশাই জবুথবু
চুপটি করে বসে ,
গুহার ভিতর সিংহ রাজা
আহার করেন কসে ।
বাঘ বাবাজী ছানায় পোনায়
ঘাপটি মেরে আছে ,
ঘোর বিপদে যদি
কেউ আসে তার কাছে ।
মেঘের পালক পরছে ঝরে
গাছের সবুজ পাতায় ,
মন হারানো মনটা আবার
পিছন ফিরে চায় ।
টালির চালার জোড়ায় জোড়ায়
দুলছে জলের ফোটা ,
সেখান থেকে দেহের প'রে
পরল কয়েক ফোটা ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)