গরিবের স্বপ্ন
************
শ্যামল মন্ডল
*************
২৯/০৬/২০১৮
**************
লক্ষ ঘরে বেকার দরে
বাড়ছে বাজার দর ,
কাজের বেলা নেতার গলা
ভাঁজছে ভোটের স্বর।
আমার ছেলে আস্ত গাধা
আমিও সেটা জানি ,
গাধাও তো মানুষ হয়
থাকলে ট্যাকে money ।
কয়েক লাখের ব্যাপার ছিল
Diplomatic হতে ,
থাকলে money দেখিয়ে দিতাম
আজব কেল্লাফতে ।
অল্প আয়ে স্বপ্ন দেখা
স্বল্পকালেই গেছে ,
কল্প ফেলে তাই তো দিলাম
নতুন কর্ম বেছে ।
পয়সাওলা বাবুর দুয়ার
সদাই ছিল খোলা ,
বাবুর আশা মিটবে এবার
টানবে কে তার ঝোলা !
বাপটি আছে যেমন গাধা
তেমনি গাধার ছেলে ,
এমন ছেলে চিত কদাচিত
হাজারে এক মেলে।
স্বপ্ন দেখা আজব বটে
জন্মে গরিব ঘরে ,
গরিব গুলো গরিব হয়ে
ভাতের যোগার করে ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)