শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : খুড়োর ঘর

খুড়োর ঘর
**********
শ‍্যামল মন্ডল
************
২৬/০৬/২০১৮
**************
খুড়োর ঘরের চালে
বৃষ্টি কেন ঝরে ,
ভাঙা বেড়ায় ঝড়ের দাপট
হামলা কেন করে ?
হা-হাভাতের ঘর ছাড়া কি
যায়গা কোথাও নাই ,
মরার উপর খাঁড়ার ঘা
তোর স্বভাবও তাই !
নিজের মতো থাকতে চেয়ে
স্বার্থ দিয়ে বলি ,
মেঠো পথে চলতে গিয়ে
ভাজে গানের কলি ।
পরের দোরে ভিক্ষা করে
যেদিন যা পায় ,
খুড়ো খুড়ি মনের সুখে
তাই দুবেলা খায় ।
চায়নি খুড়ো ধনী হতে
তাই তো হলেন গরিব ,
যোয়ান কালে শ্রম বেচেছে
কিনেছে পাড়ার মনিব ।
ভাঙা ঘরটি যেমন ছিল
আজো তেমনি আছে ,
তাইতো সে আজ ভিক্ষা মাগে
স্বার্থবাদীর কাছে ।
ও বরষা তোর দস‍্যিপনা নিয়ে
ধনীর ঘরে যানা ,
দেখবি রে তুই সেথা
করবে না কেউ মানা ।
তবু কেন আঘাত হানিস
ওই গরিবের ঘরে ,
স্বার্থতা তোর মজ্জাগত
কমজোরি তোর ঝড়ে ।

Previous
Next Post »