শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বৃষ্টি এলো ঝেপে

বর্ষা এল ঝেপে
***************
শ‍্যামল মন্ডল
*************
১২/০৬/২০১৮
**************
বর্ষা এল ঝেপে সঙ্গে
                           ঝোড়ো হাওয়া ,
বজ্রপাতের গুরুম গুরুম
               উঠলো নাওয়া খাওয়া ।
রাস্তা ঘাটে জল জমেছে
                         ধরছে ভাঙ্গন গাছে ,
খেয়া ঘাটে ভীড় জমেছে
                         নৌকা বাঁধা আছে ।
বাসের দেখা মিলছে না
                           রেলের চাকা বন্ধ ,
বর্ষা রাণী দেখ কেমন
                         সব জেনেও অন্ধ  ।
সঙ্গে আনা বরুন দেব
                      শুনছে না তার মানা ,
বজ্রনিনাদ গর্জনে বাজ
                     দিচ্ছে কোথাও হানা ।
অট্টালিকা সুখের বিলাস
                           ডুবছে বস্তিবাসী ,
বন্দি ঘরে দিন মজুর
                    ধনীর কাজের মাসি ।
বর্ষা রাণীর দোয়ায়
                         সব ধুয়েছে জলে ,
নর্দমার ঐ নোংরা জল
                       মিশছে গিয়ে কলে ।।

Previous
Next Post »