শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : গাছ লাগান প্রাণ বাঁচান

গাছ লাগান প্রাণ বাঁচান
*********************
শ্যামল মন্ডল
************
০১/০৬/২০১৮
🌿🌾🌱🌷💐🌴🍁🍀
🌴🌹🍂🍃🌱🌲🌷🌵
বিশ্বভুবন জ্বলছে আজি
মানব জাতির ভুলে ,
সাঙ্গ হবে ধ্বংস লীলা
দূষণ নিশান তুলে ।
দূষণ দোষে দূষছে বায়ু
ভাসছে কার্বন কণা ,
ওজন স্তর খাচ্ছে গিলে
তুলছে বিষের ফণা ,
বোমা বারুদ শিল্প ধোয়ায়
ঢাকছে কালো মেঘে ,
অক্সিজেন নিচের দিকে
নামছে চরম বেগে ।
উৎস পথে মানব জাতি
মারছে কুঠার ঘাত ,
আসছে সময় ঘনিয়ে আজি
করতে জীবনপাত ।
রৌদ্র তাপে গলছে বরফ
বাড়ছে সাগর জল ,
ঝড় তুফানে ধ্বংস হবে
সাধের ধরাতল ।
থাকতে সময় গাছ লাগাতে
সংঘবদ্ধ হও ,
অক্সিজেনের ঘাটতি পূরণে
আজকে শপথ লও ।
বাড়ির পাশে পথের ধারে
গাছ লাগিয়ে যাও,
দূষণ ছেড়ে  মুক্ত বাতাস
বুক ভরিয়ে নাও ।
গাছগাছালি পাখপাখালি
দাও ভরিয়ে দাও ,
সকল জীবের বাস্তুভূমি
দাও ফিরিয়ে দাও ।।

Previous
Next Post »