শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ধান্দা

ধান্দা
******
শ‍্যামল মন্ডল
************
১৪/০৬/২০১৭
**************
লক্ষ কোটির ব‍্যবসা হোল
যুদ্ধ জিগির তুলে ,
জ‍্যান্ত মানুষ কবর পেল
নয়তো গেল শূলে ।
নেতায় করে কারসাজি
আর মরছে সাধারনে ,
রাজায় দেখ মিলছে গিয়ে
শত্রু রাজার সনে ।
মূল‍্যমানের তুলা দন্ড
সর্ষে মাঝে ভূত ,
সর্বসেরা ব‍্যবসা নিয়ে
ঘুরছে রাজার দূত
বোমা গুলি যুদ্ধ জাহাজ
ব‍্যবসা মন্দ নয় ,
সই সাবুদে হাজার কোটি
তার কমে তে নয়
ধান্দা যদি মন্দা চলে
ফন্দি ফিকির করে ,
শত্রু যে হয় পরম মিত্র
রাজার পকেট ভরে ।
মরুক প্রজায় কি যায় আসে
ভোট রয়েছে দুরে ,
দু:খ জ্বালায় জন্ম যাদের
যাক না জ্বলে পুড়ে ।।

Previous
Next Post »