শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : গুজরাতী নাস্তা

গুজরাতী নাস্তা
*************
শ‍্যামল মন্ডল
👳👳👳👳👳👳
১০/০৬/২০১৮
চলে এসো গুজরাতে
পাউ ভাজি নাও পাতে ,
তাভেলী বড়া পাউ
এক নিলে এক ফাউ ,
পেট ভরে দামোদর
অম্বলে অনুচর ,
পানি পুরি ভেলপুরি ,
নয়তো বা ডালপুরি ,
জীভে স্বাদ ধোকলায়
খামনে ফাফরায় ,
ডিসে ভরা ঘুগড়া
জিলিপি আলু বড়া ,
সব শেষে ছাস নাও
পেয়ালায় চা খাও ,
ঘুরে ফিরে পেলে খিদে
গুজরাটি নানা পদে ,
একথালি পেয়ে যাবে
পেট ভরে তাই খাবে ,
চলি আজ ফিরে যাই
আর কিছু জানা নাই ।।

Previous
Next Post »