শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বর্ষা এলো

বর্ষা এলো
*************
শ‍্যামল মন্ডল
*************
০৯/০৭/২০১৮
😊😊😊😊😊😊😊😊😊
গ্রীষ্ম গেল বর্ষা এলো
আকাশ কালো মেঘে ,
সুর্য ঢাকা পরল তাতে
ঝড়ের দাপট বেগে ।
গ্রীষ্ম তবু ভালো ছিল
ভগ্ন কুটীর তরে ,
খেলতো হাওয়া আপন মনে
উড়তো না এই ঝড়ে ।
গ্রীষ্মকালীন ভরদুপুরে
জ্বলত দেহের চর্ম ,
মাথার ঘাম পায়ে ফেলা
কর্ম যাদের ধর্ম ।
পাখির বাসার মতো যাদের
ছোট্ট ভাঙা বাসা ,
তাতেই মেটায় পেটের খিদে
মেটায় মনের আশা ।
বাস্তুহারা পথের পথিক
পথের প্রান্তে বাস ,
বর্ষা জলে তৃপ্তি পেয়ে
হচ্ছে জ‍্যান্ত লাশ ।
অল্প পাওয়ায় খুশির বানে
ভাসতে ভালোবাসে ,
তবুও কেন ভগ্ন কুটীর
বানের জলে ভাসে ??

Previous
Next Post »