শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : জেলে পাড়া

জেলে পাড়া
***********
শ‍্যামল মন্ডল
************
১১/০৭/২০১৮
***************
জেলে পাড়ার ছেলে গুলো
মাছ ধরতে যায় ,
লেখাপড়া তাদের কাছে
ফালতু কাজের দায় ।
দিনের শেষে কম সে কম
তিন'শ টাকা আয় ,
বছর দশের পুঁচকে ছেলে
আধেক ভাগ পায় ।
আয়ের টাকা ব‍্যয়ের খাতায়
নিয়ম মতো যায় ,
টিপ সইয়ে ঋণের টাকা
বাড়তি হিসাব পায় ।
এক সময়ে ঘটি বাটি
বন্ধকে যায় চলে ,
মহাজনের ব‍্যবসাপাতি
বাড়ে ছলে-বলে ।
গরিব জেলের দু:সময়ে
নেতায় সুযোগ বুঝে ,
পঁচা গমের ঝোলা নিয়ে
বেড়ান তাদের খুঁজে ।
জি আর নামে চালনি খানা
ছাতার মতো ধরে ,
বেলচা দিয়ে বস্তা ভরে
বেনাম চালান করে ।
পঁচন ধরা পোঁকায় কাটা
কি যায় আসে ,
দু একদিনের খাবার যোগান
হচ্ছে খরার মাসে ।
তাতেই খুশি জেলে পাড়া
তাকেই দেবে ভোট ,
থাকবে নেতার নেতা গিরি
থাকলে গরিব জোট ।।

Previous
Next Post »