শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা :- বঙ্গ বিদায়

বঙ্গ বিদায়
*********
শ‍্যামল মন্ডল
************
২৯/০৭/২০১৮
**************
বঙ্গ যাবে স্বর্গবাসে চলছে কানাকানি ,
কবর খোড়ার কোদাল নিয়ে হচ্ছে টানাটানি ।
বঙ্গ ভঙ্গ আর হবেনা এই জগতে আর ,
বাংলাবাসী থাকবে শুধু বঙ্গ পগার পার ।
মাইকেলের শোকতাপ করুণ বিলাপ মুক্তির দ্বারে ,
রবিন্দ্র নজরুলের বঙ্গ চলেছে আজ যমের দুয়ারে ।
ভাষার শব্দে ডঙ্কা বেজেছে ফিরছে নতুন বেশে ,
বিশেষ‍্য ত‍্যাগে মেতেছি সবে বিশেষণ ভালোবেসে ।
দর্শনের প্রয়োজন কিসে রূপ গুণ যদি বিদ‍্যমান ,
বাংলা বাঙ্গালীর রক্ত মজ্জাগত জাত‍্যভিমান ।
বঙ্গ কোন ভাষা নয় বাংলা মোদের কৃষ্টি ,
বাংলা কাব‍্য বাংলা নাট‍্য বাংলা কবির সৃষ্টি ।
বঙ্গ মোদের জন্মভূমি বঙ্গ মোদের আশা ,
বঙ্গকে এবার স্বর্গে পাঠিয়ে গরবো বাংলা ভাষা ।।

Previous
Next Post »