শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা :- মাল খেওনা

মাল খেওনা
**********
শ‍্যামল মন্ডল
************
০৬/০৮/২০১৮
*************
বাংলা দিয়ে কথা বলা
                          বাংলা নিয়ে লেখা ,
বাংলার জন‍্য চাট বানিয়ে
                        বাংলা চেখে দেখা ।
বাংলা খেয়ে নেশার ঘোরে
                         বৌয়ের চরণ ধরে ,
দোকান খুলে বাংলা বেচে
                       বাংলো বাড়ি করে ।
বাংলা গাঁয়ের সবুজ বরণ
                        জলের বরণ লাল ,
বোতল ভরে লেবেল সেঁটে   
                        বাজারজাত মাল ।
গাঁয়ের মাথায় মালের দোকান
                       সকাল সন্ধ‍্যে ভীড় ,
ঘরে ঘরে মাতাল বাড়ে
                         সুখের ঘরে চিড় ।
বন্ধু বাড়ে দুদিন তরে
                         পয়সা করে শেষ ,
পেটের ভাতের যোগার তরে
                      চরায় বাবুর মেষ ।
বঙ্গ ফেলে বাংলা হলে
                   কার কি যায় আসে ,
ঘরে ঘরে বেকার ছেলে
                    মনের দুখে হাসে ।।

Previous
Next Post »