শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা :- পরবাসী বাঙালী

পরবাসী বাঙালি
****************
শ‍্যামল মন্ডল
************
০৭/০৮/২০১৮
************
ইলিশ মাছের সর্ষে ইলিশ
                    পাবদা মাছের ঝোল ,
পান্তাভাতে চিংড়ি পুঁটি
                    বাধায় পেটের গোল
বোয়াল মাছের খোয়াব ছেড়ে  
                         পাঙ্গাস মাছে খুশ ,
মাগুর মাছে মুগুর গিলে
                     কারছে স্বাদের হুশ
ট‍্যাংরা সিঙ্গির কাঁটার ভয়ে
                      বরফি রুইয়ে থাকি ,
কাতলা মাছের পাতলা ঝোলে   
                 কালিয়া খাওয়া বাকি ।
বাগদা দিয়ে মালাইকারি
                        গলদা দিয়ে ঝাল ,
তালের বড়া খেতে হলে
                      চাই যে পাকা তাল
কই তেলেতে মজা নাই                   
                     আরশোলাকে ধরি ,
মুরগী খাসি অনেক দামি 
                            সস্তা সয়াবড়ি ।
বাংলা ছেড়ে হ‍্যাংলা হয়ে
                     ফেবুর পাতায় খাই ,
নানান পদের ছবি চেটে
                     আশ মিটিয়ে যাই

Previous
Next Post »