শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ধুসর

ধুস‍র
*****
শ‍্যামল মন্ডল
*************
২৮/০৮/২০১৮
**************
কৃষ্ণগহ্বরের সম্মুখে শান্ত প্রপাত পশ্চাতে সুউচ্চ গিরিশিখা ,
কঠিন বাস্তবের প্রাচীরগাত্রে বহমান অসমরেখায় মরিচীকার হাতছানি ।
উদ্দামতায় পূর্ণ যৌবন ধুসর প্রান্তরে প্রহেলিকার ঝঞ্ঝায় ক্ষয়মান ,
দিগন্তরেখায় অন্তিম সুর্যালোকে নিশিথের রক্তিম আহ্বান ।
স্বকাষ্ঠের কুঠার উদ‍্যত স্বজাত ছেদনে বিজাতির আস্ফালন ,
জৈবিক সাধনায় দরিদ্রতরের নিয়ত পালিত একাদশীর উপবাস ।
অর্থ পিপাসার ক্লেদে কতিপয় মেদশালী রসায়নের মহা আড়ম্বরে বিস্মৃত কস্মিনকালের পরিণাম ,
অতিমানবের শিষ্টাচারে ক্রমবর্ধমান সমাজের কীট শয়তানের বিষ্ঠা ।
কলুষের বিষ বাষ্পে পূর্ণকুম্ভ  বিস্ফোরণকাল সমাগত ,
এ দুর্দশা উদ্ধারে হে জগন্মানব জাগ্রত হও নচেৎ প্রস্তুত হও ঘুমন্ত শিয়রে বিদ‍্যমান মহাবিস্ফোরণ ।।

Previous
Next Post »