শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৭৮) কবিতা : হাট খরচা

হাট খরচা
*********
শ্যামল মন্ডল
*********
০২/০৩/২০১৮
^^^^^^^^^^^^^^
আহিলের হাটে যাই
বারো ভাজা কিনে খাই ,
বেগুনী আর পাঁপড়ে
খেয়ে বলি আহারে ।
ফুচকা খেতে মন
চায় কেন অকারন
যা নাই হাটে আজ
তা খেয়ে নাই কাজ
আম জাম লেবু লিচু
দাম জেনে কাচুমাচু
দশ টাকা দিয়ে বাবা
বলেছিল কিনে খাবা
শেষে কিনা এই দশা
হাট শেষে কাটে মশা
জীভে জল রসাতল
কিনে খাওয়া বৃথা ফল
বারভাজা খাসা ছিল
পাঁচ টাকায় বেশী দিল
টকে ঝালে ঠোঙা ঝেড়ে
ফিরে আসি পাঁপড়ে
গরম গরম বেগুনী
তিন টাকা হাতে গুনি
পেটে ব‍্যাথা সাথে করে
ফিরে আসি নিজ ঘরে।।

Previous
Next Post »