শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৮৭) কবিতা : কবিতার আয়না

কবিতার আয়না
**************
শ্যামল মন্ডল
*************
০৪/০৩/২০১৮
*************
ছড়ায় ভরা সসাগরা
                           ইচ্ছে মত লেখা ,
আয়না দিয়ে বায়না গুলো
                       ছড়ায় লেখা শেখা।
ভাবনা যদি ভাবছি কিছু
                      ছড়ায় বাঁধি তারে ,
মনের কোনে জমিয়ে রাখা
                       ন‍্যুব্জে পরে ভারে ।
দু:খ সূখের ভেলায় ভেসে
                        ছন্দ খুঁজে ফিরি ,
কাব‍্য লিখি ঠেলায় পরে
                     করছি কবি গিরি ।
পাঠক কুলের আশকারাতে
                  পসরা সাজাই লিখে ,
তাদের খুশির বাঁধ ভাঙ্গাতে
                      কাব‍্য লিখি শিখে।
লিখতে আবার বড়ই হ‍্যাপা
                          ছন্দ মেলে না ,
ছন্দ আসে ভিড়ের মাঝে
                       সময় মেলে না ।
বড়ই জ্বালা মনের জ্বালা
                   নিভতে জানে না ,
নিজের ভাষায় লিখতে থাকি
                        পদ‍্য মানে না ।
নতুন পাতায় লিখে দিলাম
             নতুন কলম কালিতে ,
গরম গরম পরবে গিয়ে
               সব পাঠকের থালিতে।।  

Previous
Next Post »