শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ঐ ছেলেটা

ঐ ছেলেটা
🚹🚹🚹🚹
শ্যামল মন্ডল
🍷🍷🍷🍷🍷
২৫/০৩/২০১৮
🍷🍷🍷🍷🍷🍷
ঐ ছেলেটা পথের ধারে
                         চুপটি করে আছে ,
সবাই দেখি এড়িয়ে চলে
                 ডাকছে না কেউ কাছে ।
সবার কাছে সে যে
                     মদ মাতালের ছেলে ,
সবাই তারে ব‍্যঙ্গ করে
                 একলা কোথাও পেলে ।
মায়ের চোখে জল দেখে সে
                    নিজের চোখে রোজ ,
তাই তো ছেলে ভাবছে বসে
                     এই সমাজের বোঝ ।
মায়ের পিঠে কালশিটে দাগ
                        বাবার হাতে গড়া ,
চোলাই মদে মাতাল হয়ে
                          করেন ধরা সড়া ।
শহ‍র জুড়ে রিক্সা টেনে
                            কামাই যত হয় ,
সব টাকা খায় চোলাই ভাটি
                          তবেই সন্ধ‍্যা হয় ।
লোকের বাড়ি বাসন মেজে
                       মায়ের বেতন আসে ,
সেই টাকাতে আধপেটা খেয়ে
                      চলে আধেক মাসে ।
স্কুলে সে যাচ্ছিল ঠিক দিন    
                             কয়েকের জন‍্য ,
পরল ধরা বাবার কাছে
                          ইচ্ছাটা তার অন‍্য।।

Previous
Next Post »