শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৮১) কবিতা : হে বসন্ত

হে বসন্ত
********
শ্যামল মন্ডল
০৩/০৩/২০১৮
*************
ধুলো ওড়ে পাতা ঝরে সকাল      
                      বিকাল মারছি ঝ‍্যাটা ,
ঠান্ডা নাকি গরম এখন
               বুঝিয়ে দেবে কোন ব‍্যাটা ।
বলছে নাকি একেই আবার
                          ঋতুর রাজা বসন্ত ,
কেমন যেন উসখুসে ভাব
                  নাম দিলাম তাই হসন্ত
পাঁচটি ঋতু পেড়িয়ে গেল
                       হরেক ঝলক দিয়ে ,
শেষ বেলাতে চমক দিল
                          ঝড়া পাতা নিয়ে ।
নতুন পাতায় সাজলো ধরা
                        শ‍্যামল বরণ নিয়ে ,
কোকিল ভায়া সকাল বেলায় 
                      ডাকছে কাতর স্বরে ,
হালকা পলকা শুষ্ক বাতাস
                        বইছে মাঠের প'রে ।
পুকুর ডোবা খানা খন্দ
                            হচ্ছে নদী মরা ,
মাঠে মাঠে শুকছে ফসল
                        চলছে চাষির খরা।
মাছরাঙা আর পানকৌরি
                    তুলছে হাওয়ায় পাল
মাছ গুলো সব মরছে কেমন
                             পচছে নদী খাল
বসন্তেরআমেজ যেন
                             ভগ্ন সুখের কাল ,
একটু খানি বদল করো
                         এমন ঋতুর কাল ।।

Previous
Next Post »