শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : প্রদূষন

প্রদূষন
*******
শ্যামল মন্ডল
*************
২২/০৩/২০১৮
*************
পক্ষীরা সব কোথায় গেছে
                     আপন খাঁচা ছাড়ি ?
বাঁচার তরে দিয়েছে তারা
                     দুর দেশেতে পাড়ি ।
ভাবছো তুমি তোমার সে দেশ
                        পক্ষী ভাবে তার ,
যায় না ফেরা এমনই সে দেশ
                   সাত সাগরের পাড়
জলের মাছের করুণ দশা
                      শিল্প বর্জের ভারে ,
বনের পশু ভাবছে বসে
                      ধ্বংস সমুখ দ্বারে ।
জ্বলছে ধরা প্রখড় তাপে
                       গলছে মেরুদেশ ,
সবের কারন মানব জাতির
                         উন্নয়নের রেশ
কালো ধোঁয়ায় ভরছে বাতাস
                    কমছে অক্সিজেন ,
শ্বাসের ব‍্যামোয় লাগায় মানুষ
                  বোতল অক্সিজেন

Previous
Next Post »