শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৮৯) কবিতা : গরিবান

গরিবান
💔💔💔
শ্যামল মন্ডল
************
০৭/০৩/২০১৮
*************
গাছের ডালে পাখির বাসা
                         সুখেই করে বাস ,
কোন নেতা নেই যে তাদের
                   নিজেই মেটায় আশ ।
বনের মাঝে আদিম মানুষ
                     ঘরে চাঁদের আলো ,
  ধনের বালাই নাই যে তাদের
                    তবুও থাকে ভালো ।                 
ঘুরছে পথে যাযাবর
                        পথই তাদের দেশ ,
পাহাড় চূড়ায় থাকছে যারা
                       করছে পালন মেষ ।
গরিব তবু সুখের নেশায়
                    কাটছে তাদের বেশ ,
জীবনটাকে সজীব রেখে
                        ভুলছে অর্থ ক্লেশ ।
গাঁয়ের লোকের ক্ষেতের ফসল          
                         খাদ‍্যে ভরায় দেশ ,
এদের কথা কেউ ভাবে না
                         কেমন ধনীর দেশ ।
এদের মেরেই হচ্ছে ধনী
                       নেই যে তবু লাজ ,
মারছে এদের রুটি রুজি
                     খাচ্ছে এদের কাজ ।
অর্থলোভী সমাজটাকে
                          খাচ্ছে লুটেপুটে ,
গরীব তবু সুখেই থাকে
                      সদাই হাসি ঠোটে ।
রাজনেতা আর ধর্ম গুরু
                    এরাই  দেশের হোতা ,
গরীব যারা মরছে তারা
                     হচ্ছে সমাজ ভোতা ।।

Previous
Next Post »