শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : হাঁদা

হাঁদা
🐪🐪
শ্যামল মন্ডল
🐪🐪🐪🐪🐪
১৯/০৩/২০১৮
🐪🐪🐪🐪🐪
শুনুন দাদা বলছি হাঁদা
                               বুদ্ধি শুদ্ধি নাই ,
যেমন খুশি তেমন চলি
                           কথার প‍্যাঁচে নাই
যুগটা এখন কথায় চলে
                            কথা বেচেই খায় ,
সেই কারনে আমার হৃদয়
                         ঘুণ পোকাতে খায়
সদাই মগজ হচ্ছে ধোলাই
                      তবুও বুদ্ধি পাচ্ছি না ,
বুলির চোটে খেঁউড় ছোটায়
                  তাদের খাবি খাচ্ছি না ।
কেমন যেন হাড়-হা-ভাতে
                      তাই তো আমি হাঁদা ,
ফাই-ফরমাশ খেটেই চলি
                    তাই তো আমি গাধা ।
গাধার মতো শ্রমের দামে
                       সিংহ বনের রাজা ,
কোকিলে বাসা করছে চুরি
                   হচ্ছে কাকের সাজা ।।

Previous
Next Post »