শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : আমার শৈশব

আমার শৈশব
🌷🌷🌷🌷🌷
শ‍্যামল মন্ডল
১৮/০৩/২০১৮
🌷🌷🌷🌷🌷
একাত্তরের বাইশে জুলাই
                     আহিল নামের গ্রাম ,
দোহিল ছিল ডাকঘর তার
                   মালদা জেলার নাম
পাতাড়ী মায়ের আশির্বাদে
                       ছোট্ট একটি ধাম ,
সেথায় জন্মে ছোট্ট শিশু
                      শ্যামল মন্ডল নাম
প্রবল বানে ভাসছে গ্রাম
                         যুদ্ধ জাহাজ ওড়ে ,
উদ্বাস্তুরা আশ্রয় খোঁজে
                     ভারত মাতার দোরে ।
তারই মাঝে কাঁদছে শিশু
                     মায়ের আঁচল ছায়ে ,
দুধের বোঁটা শিশুর মুখে
                       দিলেন তখন মায়ে ।
হাসতে খেলতে ইচ্ছে মতো
                     থাকছে নিদে কোলে  ,
ধীরে ধীরে বাড়ছে শিশু
                    শিখছে আধো বোলে ।
দন্তরাজির বিকাশ হোলে
                      ভাতের যোগান চায় ,
পান্তার জল খেয়ে শিশু
                         পাঠশালাতে যায়
লেখা পড়া ভালোই করে
                          বলেই সেরা ছাত্র ,
আচার বিচার মানে বলেই
                           সবার প্রিয় পাত্র
অনেক কষ্টে দশম শ্রেনী
                         করল শ‍্যামল পাস ,
একাদশে পড়তে গিয়ে
                        লাগল পড়ায় ফাঁস
ইংরাজীটা বড়ই সোজা
                           পড়ার ইচ্ছা যায় ,
বিজ্ঞান বিষয় বেজায় কঠিন
                             গৃহশিক্ষক চায়
দ্বাদশ দিতে পরিক্ষার ফি
                      লোকের কাছে নেয় ,
অল্প বিদ‍্যা ভয়ঙ্করী
                        পরিক্ষা ঠিক দেয়
দু বিষয়ে ফেল করে সে
                              জাহান্নমে যায় ,
জীবনটা তার রঙিন হয়ে
                       আমূল বদলে যায়
গল্প লেখা নেশা ছিল
                 অপ্রকাশিত থেকে যায় ,
দুহাজারী বন‍্যা এসে
                           সকল ধুয়ে যায় ।।

Previous
Next Post »