শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বিদায় বসন্ত

বসন্ত বিদায়
🌿🌿🌿🌿🌿
শ্যামল মন্ডল
🌿🌿🌿🌿🌿
১৭/০৩/২০১৮
🌿🌿🌿🌿🌿🌿
শিমুল পলাশ লাল অভিলাষ
                     পূর্ণ প্রেমের আভাষে ,
দখিনা বাতাসে উদাসী মনে
                        তাপিত নয়ন হাসে ।
মন চঞ্চল ভীরু দু নয়ন
                     লাজুক প্রেমের ছায়া ,
প্রেম পরিণয় সাঙ্গ করে
                        কাটছে মধুর মায়া ।
ফাগুন গেল আগুন জ্বেলে    
                        নিচ্ছে বিদায় বসন্ত  ,
শুকনো পাতা ঝরিয়ে দিয়ে
                          কিশলয় প্রাণবন্ত ।
প্রেম সোহাগে গাছে গাছে
                      আম  কাঠালে ভরা ,
পুষ্ট হোল বসন্ত্ রাগে
                          বৃক্ষ জঠর ধরা ।
নব ধারাপাতে আগামী আসুক
                         প্রেমের বন‍্যা লয়ে ,
বসন্ত বিদায়ে বিরহের জ্বালা
                          নিভুক বর্ষা হয়ে ।।

Previous
Next Post »