শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা: ফসল

শ্যামল মন্ডল
***********
ফসল
*****
২৭/০২/২০১৮
*************
আলু ক্ষেতে ধ্বসা ল‍্যাদা
                        সর্ষে ক্ষেতে জাব ,
পাটের ক্ষেতে শুঁয়োপোকা
                        জমায় মস্ত ভাব ।

ধানের ক্ষেতে মাঝরা ভেঁপু
                   শ‍্যামা পোঁকার রাজ ,
সুযোগ পেলে গঙ্গা ফড়িং
                      খাদ‍্য রসিক কাজ ।

ঝলসা পাতা ঝুলে ভরা
                       কালো দাগের যম ,
গোড়া পচা মরচে ধরা
                          ব্লাস্ট রোগে গম।

নানান রোগে কাটছে পোঁকায়
                    মরছে খড়ায় ফসল ,
বর্ষা বেশী ডুবছে ফসল
                     বাড়ছে বানের জল ।

ওষুধ সারে খেলছে জমি
                       মরছে গরীব চাষা ,
ধীরে ধীরে হারছে জমি
                   কমছে চাষীর আশা ।।

Previous
Next Post »