শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৮৪) কবিতা : অমর একুশ

সালাম একুশ
🌐🌐🌐🌐🌐
শ্যামল মন্ডল
🎪🎪🎪🎪🎪
২১/০২/২০১৮
**************
অমর একুশে কুর্ণিশ তাদের জানাই যাদের রক্তে পেলাম ভাষা ,
ওপার তোমার এপার আমার সবার বাংলা মাতৃভাষা ।
বাংলা ছুটেছিল বাঙালীর তরে উত্তাল মিছিলে জনতার বাঁধ ভাঙা ,
শত বুলেটেও শাসকের গ্রাস রুদ্ধ করেছে ৫১'র নবযৌবন ,
বিশ্ব জুড়ে আলোড়িত বাঙালী মাতৃ ভাষার দাবীতে
আজকের এ দিনে এই একুশে ফেব্রুয়ারীতে ,
সালাম বরকত জব্বার রফিক
শফিক আরো কত বীর শহীদের রক্তে রাঙা রাজপথ ,
স্বামীহারা নারীর হাহাকার
কোল খালি মায়ের কান্না
আজো আকাশে বাতাসে ভেসে বেড়ায়
তোমাদের রক্ত ব‍্যর্থ হয়নি লেখা হয়ে গেছে লাল রঙে স্বীকৃতির পাতায়
পেয়েছি নিজের ভাষা , মায়ের কাছে শেখা এ ভাষা ।

Previous
Next Post »