শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৮৩) কবিতা : বসন্ত

বসন্ত
🌿🌿🌿🌿
শ্যামল মন্ডল
🌾🌾🌾🌾🌾
১৬/০২/২০১৮
🌷🌷🌷🌷🌷
বসন্তের এ আমেজ যেন
                            প্রেমের ফল্গুধারা ,
শুষ্ক মনের আকুলতায়
                        আবির রঙের ধারা ।

শীতের শেষে রৌদ্র হাসে
                      গাছের নতুন পাতায় ,
শুকনো ঘাসে শিশির যাচে
                 শীত ফেরানোর আশায়

ফুল বাগানে ফুটছে নানান
                               রংবাহারি ফুল ,
আমবাগানের পাশের গাছে
                          পাকছে মিঠা কুল

ডাকছে কোকিল কোয়েল শ‍্যামা
                        শাল পিয়ালের বনে ,
প্রেমের সুরে গাইছে তারা
                          মিলতে বধূর সনে ।

পলাশ গোলাপ লাল গরিমায়    
                        প্রেমের পরশ নিয়ে ,
হাসছে সকাল হাসছে দুপুর
                      রোদ ঝলমল নিয়ে ।

দখিনা বাতাসে স্নিগ্ধ সুবাসে
                        কল্পতরুর দেশে ,
ঋতুরাজ চালায় রাজদরবার
                     প্রেম নগরে এসে ।।

Previous
Next Post »